২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভালো ফলাফলের ধারাবাহিকতায় ঢাকা কমার্স কলজ

-

প্রতি বছরের মতো এবারও ভালো ফলাফলের ধারাবাহিকতা অক্ষুন্ণ রেখেছে কমার্স বিশেষায়িত দেশের সেরা এই কলেজ। গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায় কলেজটির ২৮০২ জন অংশগ্রহণকারীর মধ্যে ২৭৯৫ জন কৃতকার্য হয়। পাসের হার ৯৯.৭৫%। ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এই উভয় শাখা থেকে সর্বমোট ১৭২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ভর্তিকালীন সময়ে উভয় শাখার ২৮৩ জন ছিল জিপিএ-৫ অর্জনকারী। অর্থাৎ এই কলেজে ভর্তির পর ১৪৩৭ জনই জিপিএ-৫ অর্জন করে।
ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১২৭৫ জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয় ১২৭৪ জন। তন্মধ্যে জিপিএ-৫ অর্জন করে ৫৬১ জন। পাসের হার ৯৯.৯২%। ভর্তিকালীন সময়ে এই শিক্ষার্থীদের মাত্র ৪২ জন ছিল জিপিএ-৫ প্রাপ্ত। ৫১৯ জনই কলেজটির তত্ত্বাবধানের মাধ্যমে জিপিএ-৫ অর্জন করে। উন্নয়নের শতকরা হার প্রায় ১০০%।
২০১৯ সালে খোলা বিজ্ঞান শাখা থেকে ১৫২৭ জন অংশগ্রহণকারীর মধ্যে পাস করে ১৫২১ জন। তন্মধ্যে জিপিএ-৫ অর্জন করে ১১৫৯ জন। পাসের হার ৯৯.৬১%। ভর্তিকালীন সময়ে এই শিক্ষার্থীদের মাত্র ২৪১ জন জিপিএ-৫ প্রাপ্ত ছিল। ৯১৮ জনই কলেজটির তত্ত্বাবধানে জিপিএ-৫ অর্জন করে। উন্নয়নের শতকরা হার প্রায় ১০০%।
উল্লেখ্য, এইচএসসি পরীক্ষায় ১৯৯১-২০০২ সাল পর্যন্ত কলেজের গড় পাসের হার ছিল ৯৯.৪১% এবং জিপিএ পদ্ধতিতে ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ২০ বছরে কলেজের গড় পাসের হার প্রায় ১০০%। ভালো ফলাফল অর্জন প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: আবু মাসুদ বলেন, বুদ্ধিবৃত্তিক চর্চায় ভালো ফলাফল অর্জনের ব্যাপারটিতে গুরুত্বারোপের মাধ্যমেই মূলত আমাদের ধারাবাহিক এই অর্জন। তিনি আরো বলেন, দেশসেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ ও সমৃদ্ধ ক্যারিয়ারে আলোকিত মানুষ তৈরির চেষ্টায় আমরা অধিকতর যত্নশীল।
উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই কলেজ ১৯৯৬ ও ২০০২ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিংয়ে ঢাকা কমার্স কলেজ ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে দেশের সেরা বেসরকারি কলেজের স্বীকৃতি অর্জন করে।


আরো সংবাদ



premium cement
নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারে শোকের মাতম এক কার্গো এলএনজি ও এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াত সেক্রেটারি আহত কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল দেশে পৌঁছেই যা বললেন মিজানুর রহমান আজহারী অবৈধ বিদেশীদের বৈধতা অর্জনের সময় বেঁধে দিলো সরকার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা ফেসবুকে ১২ দিনের পরিচয়ে প্রেম, গণধর্ষণের শিকার কিশোরী চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সকল